ফুটবল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আসেলেই করোনাভাইরাসে আক্রান্ত? দেখে নিন সঠিক খবর!

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মিলল রোনালদোর

এ মাসের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা দোলোরেস আভেইরো। মাকে দেখতে ইতালি থেকে পর্তুগালের মাদেইরাতে উড়ে যান জুভেন্টাস তারকা। সেখান থেকেই জুভে সতীর্থ দানিয়েলে রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পান। বিচলিত রোনাল্ডো স্বেচ্ছায় যান কোয়ারেন্টিনে। এ খবরেই রং চড়েছে। গুঞ্জন ছড়িয়েছিল যে রোনাল্ডো করোনা আক্রান্ত।

ফুনচালে কেনা সাততলা বাড়ির ওপরের দুই তলায় সপরিবারে আছেন রোনাল্ডো। তার সঙ্গে আছেন তিন ভাইবোন। মাকে দেখভাল করতে গত সপ্তাহে ব্রাজিল থেকে এসেছেন বোন কাতিয়া। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইতালি। যতদিন না পরিস্থিতির উন্নতি হচ্ছে, রোনাল্ডো ফুনচালের বাড়িতেই থাকবেন বলে জানা গেছে।

See also  ফুটবলারদের সঙ্গে মাঠেই শিরোপা উদযাপন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

এদিকে রোনাল্ডোর ক্লাব জুভেন্টাসের খেলোয়াড়-স্টাফ মিলিয়ে ১২১ জন স্বেচ্ছায় আলাদাভাবে থাকতে শুরু করেছেন। রুগানির পর জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতালির সব ক্রীড়া কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নির্ধারিত জুভেন্টাস-লিওঁ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *