যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ হামলার পর ‘ডিভি লটারি’ স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ হামলার পর ‘ডিভি লটারি’ স্থগিত করলেন ট্রাম্প

১৯ ডিসেম্বর, ২০২৫ – যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (MIT) সাম্প্রতিক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে ডাইভারসিটি ভিসা (DV) বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রেসিডেন্টের নির্দেশে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-কে অবিলম্বে ডিভি লটারি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য
তদন্তকারী কর্মকর্তাদের মতে, গত ১৩ ডিসেম্বর ব্রাউন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ভবনে হামলাকারী মূল সন্দেহভাজন ব্যক্তি ৪৮ বছর বয়সী পর্তুগিজ নাগরিক ক্লাউদিও নেভেস ভালেন্তে। জানা গেছে, তিনি ২০১৭ সালে ‘ডিভি-১’ কর্মসূচির আওতায় লটারির মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের সেলেমে একটি স্টোরেজ ইউনিট থেকে নেভেস ভালেন্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যা ব্রাউন ইউনিভার্সিটির হামলার নিশানার সঙ্গে মিলে গেছে।
হামলার শিকার মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীরা
তদন্তে আরও জানা গেছে, নেভেস ভালেন্তে আত্মহত্যার আগে এমআইটির (MIT) প্রখ্যাত পর্তুগিজ অধ্যাপক নুনো লুরেইরোকেও হত্যা করেন। পুলিশ জানায়, নব্বইয়ের দশকের শেষের দিকে পর্তুগালের একই বিশ্ববিদ্যালয়ে তারা দুজন পড়াশোনা করেছিলেন। এছাড়া ব্রাউন ইউনিভার্সিটির হামলায় নিহত হয়েছেন এলা কুক (১৯) এবং উজবেক-আমেরিকান শিক্ষার্থী মুখাম্মাদ আজিজ উমুরজোকভ (১৮)। এই হামলায় আরও ৯ জন আহত হয়েছেন।
ডিভি লটারি বাতিলের প্রেক্ষাপট
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন আগে থেকেই এই কর্মসূচির বিরোধী ছিল। বিশেষ করে ২০১৭ সালে নিউইয়র্ক সিটিতে ট্রাক হামলার মূল হোতা সাইফুল্লো সাইপভও এই ডিভি লটারির মাধ্যমেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
নোয়েম বলেন, “প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো—ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মসূচির সুযোগ নিয়ে কোনো অপরাধী আমেরিকানদের ক্ষতি করতে না পারে।”
কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
-
ডাইভারসিটি ভিসা (DV): প্রতিবছর বিশ্বের কম অভিবাসী হার সম্পন্ন দেশগুলো থেকে লটারির মাধ্যমে সর্বোচ্চ ৫০,০০০ জনকে গ্রিন কার্ড দেওয়া হয়।
-
বর্তমান অবস্থা: প্রেসিডেন্টের নির্বাহী আদেশে এই ভিসা ইস্যু করার প্রক্রিয়া এখন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ব্রাউন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন জানিয়েছেন, হামলাকারী নেভেস ভালেন্তে ২০০০ সালে সেখানে পিএইচডি শিক্ষার্থী ছিলেন, তবে দীর্ঘদিন ধরে তার সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল না।

