গ্রিন ইউনিভার্সিটিতে “মেক্সট স্কলারশিপ ও গেটওয়ে টু জাপান” শীর্ষক সেমিনার
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)-এর সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস) এবং সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) এর যৌথ আয়োজনে একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“গেটওয়ে টু জাপান: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা” শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয় সোমবার, ৭ জুলাই ২০২৫, বিকেল ২:০০টা থেকে, গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষ (এ-৩০২ নম্বর রুমে)।
সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস থেকে আগত দুইজন বিশেষজ্ঞ বক্তা আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রথম বক্তা মি. ইয়ামামোতো কিওহেই, সেকেন্ড সেক্রেটারি এবং জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের ডেপুটি প্রধান, “জাপানে কর্মজীবনের দৃষ্টিভঙ্গি” শীর্ষক বক্তব্যে জাপানে দক্ষ আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের ক্রমবর্ধমান চাহিদা, কর্মসংস্থানের সুযোগ, পেশাগত পরিবেশ এবং সাংস্কৃতিক অভিযোজনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
পরবর্তীতে বক্তব্য দেন ড. আফসানা কাউসার, এডুকেশন অ্যাডভাইজর, জাপান দূতাবাস। তিনি “জাপানে মেক্সট স্কলারশিপের সুযোগ” শীর্ষক উপস্থাপনায় জাপান সরকারের মেক্সট (MEXT) স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড এবং এর বহুবিধ সুবিধা ব্যাখ্যা করে শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার সম্ভাবনা গ্রহণে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহিদুল্লাহ, এবং সিএলসিএস ও সিসিডির পরিচালক এবং সহযোগী অধ্যাপক ড. সেরাজুম মুনিরা।
সেমিনারে গ্রিন ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং আগ্রহ জাপানের শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে তাদের আগ্রহ ও প্রস্তুতির প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন এবং শিক্ষার্থীদের উদ্দেশে একটি প্রেরণাদায়ী বার্তা প্রদান করা হয়, যাতে তারা বৈশ্বিক সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে একাডেমিক ও কর্মজীবনে আরও এগিয়ে যেতে পারে।