Site icon ঢাকা বুলেটিন

বিরাট কোহলি আরও একটি ‘বিরাট’ নজির গড়লেন

Team India CWC 2019

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৯ রান তুলেছিল কুইন্টন ডি ককের দক্ষিণ আফ্রিকা। ভারত জিতেছে ১ ওভার হাতে রেখে। আর দলকে জেতানো এ ইনিংস খেলার পথে রেকর্ডও গড়েছেন কোহলি। এ সংস্করণে সর্বোচ্চ রান করার রেকর্ড ভারতীয় অধিনায়কের। সতীর্থ রোহিত শর্মাকে (৯৭ ম্যাচে ২৪৩৪ রান) টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি (৭১ ম্যাচে ২৪৪১ রান)। এ রান তিনি করেছেন অবিশ্বাস্য ধারাবাহিকতায়। ব্যাটিং গড় যে ৫০.৮৫! এ ম্যাচে ৫২ বলে অপরাজিত ৭২ রানের দুর্দান্ত ইনিংসে চোখ ধাঁধানো কিছু শট খেলেছেন বিরাট কোহলি। আন্দিলে ফিকোয়াকে এক্সট্রা কভারের ওপর দিয়ে মারা কিংবা কাগিসো রাবাদাকে ফ্লিক করে লেগ সাইড দিয়ে মারা ছক্কা—যা দেখে হার্শেল গিবসের টুইট, ‘ওহ, ঈশ্বর! বিরাট কোহলির ফ্লিকটা!’

ব্যাটিং গড় বিচারে কাল আরও এক অনন্য নজির গড়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণের ইতিহাসে কোহলিই একমাত্র ব্যাটসম্যান, প্রতিটি সংস্করণে যাঁর ব্যাটিং গড় এখন ৫০‍+। ওয়ানডেতে কোহলির ব্যাটিং গড় ৬০.৩১, টেস্টে ৫৩.১৪ আর টি-টোয়েন্টিতে ৫০.৮৫। কোহলির অনন্য অর্জনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর টুইট, ‘অভিনন্দন বিরাট কোহলি। তুমি অবশ্যই অসাধারণ খেলোয়াড়। আশা করি তোমার সাফল্য অর্জন থামবে না এবং বিনোদিত হবে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও।’

Exit mobile version