Site icon ঢাকা বুলেটিন

আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

Shakib Al Hasan Records

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছেন ওয়ানডে ফরম্যাটে ২০২১ সালের সেরা ক্রিকেটার পুরস্কার মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানানো হয়।

সাকিব ছাড়াও এই পুরস্কারে মনোনয়ন পেয়েছেন-
পাকিস্তানের বাবর আজম,
দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও
আয়ারল্যান্ডের পল স্টারলিং।
আগামী ১৭-১৮ জানুয়ারিতে এই পুরস্কার ঘোষণা করা হবে।

২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।

এর আগে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার মনোনীত হয়েছেন-
ভারতের রবিচন্দ্রন অশ্বিন,
ইংল্যান্ডের জো রুট,
শ্রীলঙ্কার দিমুথ করুনারাত্নে ও
নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

কুড়ি ওভারের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন-
ইংল্যান্ডের জস বাটলার,
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ,
শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

Exit mobile version