Site icon ঢাকা বুলেটিন

আসন্ন সফরে তামিমদের ধবলধোলাই করতে চায় শ্রীলংকা!

আসন্ন সফরে তামিমদের ধবলধোলাই করতে চায় শ্রীলংকা!

আসন্ন সফরে তামিমদের ধবলধোলাই করতে চায় শ্রীলংকা!

শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান নির্বাচক আসান্থা ডি মেল বলেন, এ সিরিজে আমাদের প্রধান লক্ষ্য র‍্যাংকিংয়ে উন্নতি করা। আমরা আট নম্বরে আছি এবং বাংলাদেশ সাত নম্বরে। উপরের স্থান অর্জন করতে বাংলাদেশকে আমাদের ৩-০ ব্যবধানে হারাতে হবে। র‍্যাংকিংয়ের মইয়ে এক ধাপ উপরে ওঠার দিকেই নজর আমাদের।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ।

সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ওয়ানডে র‍্যাংকিংয়ে উপরে উঠতে মরিয়া শ্রীলংকা। এজন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে চোখ তাদের। আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে এ পথে এগিয়ে যেতে চান লংকানরা। দলটির প্রধান নির্বাচক আসান্থা ডি মেল মনে করেন, র‍্যাংকিংয়ে উপরে ওঠার সিঁড়ি হিসেবে তামিম-মুশফিকদের ৩-০ ব্যবধানে হারানো জরুরি। আইসিসি র‍্যাংকিংয়ে আট নম্বরে রয়েছে শ্রীলংকা। দলটির রেটিং পয়েন্ট ৭৯। লংকার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য এ সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলেও র‍্যাংকিংয়ে উপরে ওঠা সম্ভব নয় লংকানদের। তবে রেটিং পয়েন্টে কিছুটা উন্নতি হবে তাদের।

Exit mobile version