Site icon ঢাকা বুলেটিন

সাকিবের হায়দরাবাদ লুফে নিলো বিশ্বজয়ী কোচকে, শাহরুখ খানের কেকেআর পারলেন না!

Shakib Al Hasan Records

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কেকেআরের কোচ ছিলেন বেলিস। এর মধ্যে দুইবার দলকে শিরোপা জিতিয়েছেন। শিরোপা জয়ের মিশনে আরও একবার এই বিশ্বজয়ী কোচকে নিতে চেয়েছিল কেকেআর। এবার নতুন করে ট্রেভর বেলিসকে দলে ভেড়াতে চেয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি। তবে শেষ পর্যন্ত আর পারেনি। বিশ্বজয়ী কোচকে লুফে নিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদে বেলিস স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন টম মুডির। অস্ট্রেলিয়ান এই কোচ টানা সাত মৌসুম এই দলের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে ২০১৬ সালে শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবদ। পরের বছর হয় রানারআপ। ২০১৮ সালে সর্বশেষ আসরেও চতুর্থ হয়েছিল সাকিবদের দল। সানরাইজার্স এক বিবৃতিতে বলেছে, ‘অনেক চিন্তা ভাবনার পর সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি হেড কোচের দায়িত্বে টম মুডির জায়গায় নতুন একজনকে আনার সিদ্ধান্ত নিয়েছে।’
বেলিসকে নতুন কোচ নিয়োগ দেয়ার কারণ হিসেবে তারা টেনে এনেছে ‘পরীক্ষিত সাফল্য’ এবং ‘আদর্শ মানুষ’ হিসেবে তার পরিচিতিকে। বেলিসের অধীনে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ২০১৫ সালে তারা জিতেছে অ্যাশেজ, ২০১৬-তে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ওয়ানডেতে হয়েছে এক নাম্বার দল আর গত সপ্তাহে তো অধরা ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটাও হাতে তুলেছে ক্রিকেটের জনকরা। ইংলিশদের দায়িত্ব নেয়ার আগে বিগ ব্যাশ লিগে ২০১০-১১ মৌসুমে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছেন বেলিস। এছাড়া তার কোচিংয়ে ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল খেলে শ্রীলঙ্কা।
সামনের অ্যাশেজের পর ইংল্যান্ডের চাকরি ছাড়তে যাওয়া বেলিসের সঙ্গে চুক্তির বিষয়টি খুব দ্রুতই ঘোষণা দেবে হায়দরাবাদ, কোচিং স্টাফের বাকি সদস্যদের ঠিক করার পর। সম্ভবত ভিভিএস লক্ষ্ণণ (মেন্টর) এবং মুত্তিয়া মুরালিধরনকে (কনসালটেন্ট) রেখেই কোচিং স্টাফ সাজাবে কমলা জার্সিধারীরা।

Exit mobile version