আন্তর্জাতিক

ভারতে সিরিয়াল বিয়ে প্রতারক সামিরা ফাতিমা গ্রেফতার, ৯টি বিয়ের পরিকল্পনার অভিযোগ

৯টি বিয়ের পরিকল্পনা! ভারতের নাগপুরে সিরিয়াল প্রতারক সামিরা ফাতিমা গ্রেফতার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সিরিয়াল বিয়ে প্রতারক সামিরা ফাতিমা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। ৮টি বিয়ে ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তিনি, এবং এবার প্রস্তুতি নিচ্ছিলেন নবম বিয়ের পরিকল্পনা। তবে তার আগেই গত ২৯ জুলাই নাগপুরের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রেম, বিয়ে, ব্ল্যাকমেইল—প্রতারণার ছকে ফাঁদ

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সামিরা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে ধনী ও শিক্ষিত পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিয়ে একপর্যায়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

See also  ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

প্রতিটি বিয়েই ছিল একটি নির্দিষ্ট প্রতারণামূলক কৌশলের অংশ—প্রেম, বিয়ে, বিশ্বাস অর্জন, ব্ল্যাকমেইল, এবং অর্থ হাতিয়ে নেওয়া।

শিক্ষিকার ছদ্মবেশে সংঘবদ্ধ চক্রের সদস্য

সামিরার পেশাগত পরিচয় একজন স্কুল শিক্ষিকা হলেও, তদন্তে উঠে এসেছে তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। পুলিশের ধারণা, এই চক্রটি বিয়ে বিষয়ক ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে শিকার খুঁজে বের করত।

আবেগকে পুঁজি করে বিশ্বাস ভাঙা

নিজেকে ডিভোর্সি ও সন্তানের মা হিসেবে উপস্থাপন করে সামিরা পুরুষদের সহানুভূতি আদায় করতেন। এরপর আবেগকে কাজে লাগিয়ে গড়ে তুলতেন গভীর সম্পর্ক, যা শেষ পর্যন্ত পরিণত হতো অর্থ আত্মসাতের ফাঁদে।

See also  ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

একজন ভুক্তভোগীর কাছ থেকে সামিরা ৫০ লাখ রুপি, আরেকজনের কাছ থেকে ১৫ লাখ রুপি আদায় করেছেন বলে জানিয়েছে পুলিশ।

১৫ বছর ধরে চালিয়ে আসছিলেন প্রতারণা

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে সামিরা ফাতিমা ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে এ প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ৮টি বিয়ের প্রতিটিই ছিল একই কৌশলের অংশ। এবার নবম বিয়ের ফাঁদ পাততেই নাগপুরে অবস্থান করছিলেন তিনি।

চলছে বিস্তারিত তদন্ত

পুলিশ জানিয়েছে, সামিরার অতীত বিয়ে, সম্পর্ক ও আর্থিক লেনদেনের রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।