ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৫-২৬: অনলাইন আবেদন পদ্ধতি, সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৫-২৬: অনলাইন আবেদন পদ্ধতি, সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে আজ, ৩০ জুলাই (বুধবার) থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম হবে সম্পূর্ণভাবে অনলাইনে এবং তিনটি ধাপে শিক্ষার্থীদের নির্বাচন, নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে বিস্তারিত নিয়মকানুন, সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য জেনে নিন এই নিবন্ধে।

কেন এই তথ্য গুরুত্বপূর্ণ?

  • শিক্ষার্থীদের অনলাইনে সঠিকভাবে আবেদন করতে সহায়তা
  • ভর্তি ফি ও কোটার বিষয়টি পরিষ্কারভাবে জানা
  • সময়সূচি মেনে প্রস্তুতি নেওয়া সহজ হবে
  • গ্রুপ পরিবর্তন বা বিকল্প নির্বাচন বোঝা যাবে

অনলাইনে আবেদন: সময়সূচি ও ধাপ

ধাপ

সময়সীমা

কার্যক্রম

১ম ধাপ

৩০ জুলাই – ১১ আগস্ট

অনলাইন আবেদন গ্রহণ

ফল প্রকাশ

২০ আগস্ট, রাত ৮টা

প্রথম মেধাতালিকা

২য়-৩য় ধাপ

সময় পরে জানানো হবে

আবেদন, নিশ্চয়ন ও ভর্তি

ভর্তি কার্যক্রম

৭ – ১৪ সেপ্টেম্বর

নির্বাচিতদের ভর্তি

ক্লাস শুরু

১৫ সেপ্টেম্বর

একাদশ শ্রেণির ক্লাস শুরু

See also  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

অনলাইনে আবেদন যেভাবে করবেন

শিক্ষার্থীদেরকে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:

  1. আবেদন ওয়েবসাইটে প্রবেশ করুন: xiclassadmission.gov.bd
  2. নিজের এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাশের সাল দিন
  3. সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করুন
  4. আবেদন ফি ২২০ টাকা প্রদান করুন (মোবাইল ব্যাংকিং/অনলাইন মাধ্যমে)
  5. আবেদনের কনফার্মেশন সংগ্রহ করুন

একজন শিক্ষার্থী একবারে যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্যে থেকে মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে স্থান নির্ধারিত হবে।

আবেদনের যোগ্যতা

  • যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবে
  • কোনো বাছাই পরীক্ষা হবে না (যদিও কিছু প্রতিষ্ঠান আদালতের অনুমতিতে পরীক্ষা নিতে পারে)
  • ভর্তির ভিত্তি: শুধুমাত্র এসএসসি ও সমমান পরীক্ষার ফল

গ্রুপ নির্বাচন নিয়ম

  • বিজ্ঞান গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থীরা:
    • বিজ্ঞান / মানবিক / ব্যবসায় শিক্ষা যেকোনো একটি বেছে নিতে পারবেন
  • মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থীরা:
    • মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপ বেছে নিতে পারবেন
  • দাখিল (সাধারণ ও বিজ্ঞান) উত্তীর্ণরা:
    • বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপে আবেদন করতে পারবেন
See also  রাজউক উত্তরা মডেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

কলেজে ভর্তি ফি (২০২৫-২৬ সেশনের জন্য)

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে:

এলাকা

ভর্তি ফি + সেশন চার্জ

ঢাকা মহানগর

সর্বোচ্চ ৫,০০০ টাকা

অন্যান্য মহানগর

সর্বোচ্চ ৩,০০০ টাকা

জেলা শহর

সর্বোচ্চ ২,০০০ টাকা

উপজেলা/মফস্বল

সর্বোচ্চ ১,৫০০ টাকা

মেধা কোটা ও সংরক্ষিত আসন

  • ৯৩% আসন সাধারণ মেধার ভিত্তিতে ভর্তি
  • ৭% সংরক্ষিত আসন:

o    ১%: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তান

o    ১%: অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মচারীর সন্তান

o    ৫%: মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান (যোগ্যতা সাপেক্ষে)

কোটায় প্রার্থী না থাকলে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে; কোনো আসন খালি রাখা যাবে না।

বিশেষ আবেদনকারীদের জন্য নির্দেশনা

নিম্নোক্ত শিক্ষার্থীরা ম্যানুয়ালি আবেদন করতে পারবেন:

  • প্রবাসী পরিবারের সন্তান
  • বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী
See also  ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড অফিসে সরাসরি প্রমাণপত্রসহ যোগাযোগ করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

  • অনলাইন আবেদন: xiclassadmission.gov.bd
  • ভর্তি নীতিমালা (২০২৫-২৬): [ডাউনলোড করুন PDF]
  • হেল্পলাইন নম্বর: ০৯৬১২০০৯৯৯৯

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি এখন পুরোপুরি অনলাইনভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। সময়মতো আবেদন ও তথ্য যাচাই করে শিক্ষার্থীরা সহজেই নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন। এই প্রক্রিয়ার সব ধাপ ও নিয়ম মেনে চললে ভর্তির কোনো জটিলতা থাকবে না।