Site icon ঢাকা বুলেটিন

বার্সা কি নেইমারের আশা ছেড়ে দিচ্ছে!

Messi-Neymar-Barsa

বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেছেন, ‘নেইমার বার্সেলোনায় খেলতে আগ্রহী। কিন্তু কী ভাবে? নেইমারের ক্লাব পিএসজি কোনো সাড়া শব্দ দিচ্ছে না। মনে হয় না, পিএসজি তাকে বিক্রি করতে চাইবে। তাই নেইমারের বার্সেলোনাতে খেলার সম্ভাবনা খুবই কম।’
নেইমার ইস্যুতে এর আগে মার্তেমেউ বলেছিলেন, উসমান ডেম্বেলে নেইমারের চেয়ে ভালো। এদিনও ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে কথা বলেন বার্সা সভাপতি। আগের অবস্থান বজায় রেখে তার বয়ান, ‘হ্যাঁ, তাকে আমি খুবই পছন্দ করি। তাকে আমি নেইমারের চেয়ে ভালোই মনে করি। তার উন্নতি করার অনেক সুযোগ রয়েছে।’
ফলে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনা ক্রমশ কমছে। 
নেইমারকে ক্লাবে ফেরাতে বলেছেন মেসি? এমন প্রশ্নের জবাবে বার্তেমেউ বলেন, ‘আমি খবরটা সংবাদ মাধ্যমেই শুনেছি। মেসি কোনো খেলোয়াড় সই করানোর কথা বলেনি। সে শুধু একটা প্রতিযোগিতামূলক দল গঠনের কথা বলেছেন। এসব সিদ্ধান্ত ক্লাবে কোচরাই নিয়ে থাকেন।’

Exit mobile version