Site icon ঢাকা বুলেটিন

একনজরে সর্বশেষ ফিফা র‌্যাংকিং দেখে নিন

FIFA unveil Qatar World Cup 2022 logo

সম্প্রতি প্রকাশ হওয়া ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা দলগুলো হলো- বেলজিয়াম (১), ফ্রান্স (২), ব্রাজিল (৩), ইংল্যান্ড (৪), পতুর্গাল (৫), উরুগুয়ে (৬), স্পেন (৭), ক্রোয়েশিয়া (৮), কলম্বিয়া (৯) ও আর্জেন্টিনা (১০)। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চারটি দল বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে ভারত ১০৪, আফগানিস্তান ১৪৬, মালদ্বীপ ১৫৩, নেপাল ১৬১ ও ভুটান ১৮৫তম স্থানে অবস্থান করছে। লাল-সবুজ জার্সিধারীদের চেয়ে পিছিয়ে রয়েছে শ্রীলংকা (২০২) ও পাকিস্তান (২০৩)।

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৭তম স্থানে অবস্থান করছে তারা। বাংলাদেশের এক ধাপ নিচে থাকা মন্টসেরাটের র‌্যাংকিও ১৮৭। তবে রেটিংয়ের দিক থেকে পিছিয়ে এ স্থানে তারা। সেখানে ১৮৭ র‌্যাংকিং নিয়ে রেটিংয়ে এগিয়ে থাকায় ওপরে আছে লাওস। ফুটবল পরাশক্তি দলগুলোর র‌্যাংকিংয়েও হেরফের ঘটেছে। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে হেরে যাওয়ায় ব্রাজিলের অবনমন ঘটেছে। দুইয়ে থাকা নেইমাররা নেমে গেছেন তিনে। তিন থেকে দুইয়ে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে যথারীতি শীর্ষে আছে এডেন হ্যাজার্ডদের বেলজিয়াম।

Exit mobile version