Site icon ঢাকা বুলেটিন

ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার, দেখে নিন কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে ব্রাজিল স্কোয়াড

ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার, দেখে নিন কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে ব্রাজিল স্কোয়াড

ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার, দেখে নিন কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে ব্রাজিল স্কোয়াডআগামী মাসে কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ তিতে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার।ব্রাজিল দল প্রসঙ্গে শুক্রবারের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আমি নেইমারের মানের একজন খেলোয়াড়কে কিছুতেই বাদ দিতে পারি না। আমি চাই নেইমার খুশি থাকুক। সে কোথায় যাবে না যাবে, সেটা বলার অধিকার আমার নেই।’

এদিকে ব্রাজিল দলে নিয়েছে সম্ভাবনাময় তরুণ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ১৯ বছর বয়সী এই ফুটবলার এখনও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াননি। ফর্মে না থাকলেও বার্সেলোনা ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহোকে দলে নিয়েছেন তিতে। কোপা আমেরিকার সময় দলে না থাকা লিভারপুল মিডফিল্ডার ফ্যাবিনহোও জায়গা পেয়েছেন। তবে চোটের কারণে নেই গোলরক্ষক এলিসন বেকার। দুই মাসের জন্য নিষিদ্ধ গ্যাব্রিয়েল হেসুসও নেই দলে।

ব্রাজিল স্কোয়াড:

Exit mobile version