Site icon ঢাকা বুলেটিন

এআইটি স্কলারশিপ ২০২৫: থাইল্যান্ডে মাস্টার্স ও পিএইচডি পড়ার সুবর্ণ সুযোগ

এআইটি স্কলারশিপ ২০২৫: থাইল্যান্ডে মাস্টার্স ও পিএইচডি পড়ার সুবর্ণ সুযোগ

এআইটি স্কলারশিপ ২০২৫: থাইল্যান্ডে মাস্টার্স ও পিএইচডি পড়ার সুবর্ণ সুযোগ

 

থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে—AIT Scholarship 2025। থাইল্যান্ডের বিখ্যাত Asian Institute of Technology (AIT) প্রতি বছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আয়োজন করে থাকে।

বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের আওতায় AIT-এর তিনটি স্বনামধন্য স্কুলে পড়াশোনার সুযোগ পাবেন, যা পেশাগত দক্ষতা, গবেষণা এবং বৈশ্বিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংক্ষিপ্ত পরিচিতি: AIT ও এর লক্ষ্য

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে। এটি ব্যাংকক শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত, এবং প্রযুক্তি, পরিবেশ ও ব্যবস্থাপনায় বিশেষায়িত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।

AIT-এর মূল লক্ষ্য হলো

উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন সাধন।

লক্ষ্য ও উদ্দেশ্য

AIT Scholarship 2025 শুধুমাত্র একটি টিউশন ছাড় নয়—এটি একটি বৈশ্বিক উদ্যোগ, যেখানে ভবিষ্যৎ বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও ব্যবসায়িক নেতাদের গড়ে তোলার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হয়। এই স্কলারশিপ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গ্রহণের পথ করে দেয়।

প্রোগ্রামের মূল বৈশিষ্ট্য

AIT স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা AIT-এর নিম্নোক্ত তিনটি স্কুলে পড়াশোনা করার সুযোগ পাবেন:

  1. School of Engineering & Technology (SET)
  2. School of Environment, Resources & Development (SERD)
  3. School of Management (SOM)

এই তিনটি স্কুলে রয়েছে cutting-edge গবেষণা সুবিধা, অভিজ্ঞ আন্তর্জাতিক ফ্যাকাল্টি, এবং ইন্ডাস্ট্রি সংযুক্ত শিক্ষা।

আর্থিক সুবিধাসমূহ

স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন:

আবেদনের যোগ্যতা

AIT Scholarship 2025-এ আবেদন করতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বছর দুটি ইনটেকে শিক্ষার্থী ভর্তি করা হয়:

ইনটেক সেশন

আবেদনের শেষ তারিখ

আগস্ট ২০২৫

২০ জুলাই ২০২৫

জানুয়ারি ২০২৬

২০ ডিসেম্বর ২০২৫

 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

Exit mobile version