Site icon ঢাকা বুলেটিন

ভবিষৎ সাফল্যের জন্য নেইমারকে পাশে চান এমবাম্পে

ব্রাজিলিয়ান সুপার স্টারকে ছাড়া পিএসজি দূর্বল দল হয়ে পড়বে বলে মনে করেন এমবাপে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। অনেকেই দাবি করেন, নেইমার এমবাপের মধ্যে দুরত্ব রয়েছে। কিন্তু স্প্যানিশ পত্রিকাটির দাবি, দু’জনের মধ্যে রয়েছে খুব ভালো সম্পর্ক। ইনজুরির কারণে কোপা আমেরিকা খেলতে না পারায় তাকে সহমর্মিতা জানিয়ে নাকি মেসেজও পাঠিয়েছিলেন এমবাপে। ইতিমধ্যে দলে বিশ্বমানের অভিজ্ঞ খেলোয়াড় আনার জন্য পিএসজিকে জানিয়েছিলেন এমবাপে। নিজের নামের পাশে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ব্যালন ডি’অর জিততেও পিএসজির সফলতার বিকল্প নেই। চ্যাম্পিয়ন্স লিগ জিততে যখন মরিয়া পিএসজি তখনই দল থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন পিএসজির অন্যতম বড় তারকা নেইমার।
আগামি মৌসুমে পিএসজিতে স্ট্রাইকার হিসেবে খেলতে চাইলেও নেইমারকে ছাড়তে চান না এমবাপে। বরং চান, নিজের পাশে রাখতে। যদিও ইতিমধ্যেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন নেইমার। যাতে খুব একটা আপত্তি নেই পিএসজিরও। নেইমারকে যে টাকা দিয়ে কিনেছিলো তারা, সে পরিমাণ অর্থ পেলেই তাকে ছেড়ে দিবে পিএসজি এমন গুঞ্জন শোনা যাচ্ছে বহু আগে থেকেই। এবার সেটাই সত্যি হতে চললো।

Exit mobile version