Site icon ঢাকা বুলেটিন

ব্রাজিলকে নিয়ে একি বললেন মেসি!

ব্রাজিলকে নিয়ে একি বললেন মেসি!

ব্রাজিলকে নিয়ে একি বললেন মেসি!

আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বেলো হরিজন্তেয় ব্রাজিলের মুখোমুখি হবে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা। স্বাগতিক ব্রাজিলকে আরও বেশি সমীহ করছেন মেসি। “সেমি-ফাইনালে উঠতে পেরে আমরা খুশি। সেমিতে আমরা ব্রাজিলকে পাচ্ছি। তারা কঠিন এক প্রতিপক্ষ হবে; কেননা, তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে।” “দলীয় এবং ব্যক্তিগত পর্যায়ে তারা শক্তিশালী। এর ওপর তারা স্বাগতিক। আমার বিশ্বাস আজ আমরা আরেকটা ধাপ পেরিয়েছি।” 
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে প্রথম মারাকানা স্টেডিয়ামে খেললেন মেসি। ম্যাচ শেষ মাঠের কড়া সমালোচনা করেন তিনি। “মাঠগুলোতে খেলা আসলে খুবই কঠিন। এগুলো ভালো ফুটবলের সহায়ক নয়। মাঠগুলোর বাজে অবস্থায় আছে।” প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর ব্রাজিল কোচ তিতেও পোর্তো আলেগ্রের মাঠের কড়া সমালোচনা করেছিলেন।

Exit mobile version