Site icon ঢাকা বুলেটিন

ইনজুরিতে আবার মাঠের বাইরে নেইমার

ইনজুরিতে আবার মাঠের বাইরে নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচে গোল করেছেন নেইমার। ইনজুরির কারণে খেলা চলাকালেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে। যদিও শেষ পর্যন্ত পার পায়নি প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। বোর্ডেক্সর বিপক্ষে ড্রয় হওয়ায় মৌসুমে প্রথমবার পয়েন্ট হারাল ফ্রেঞ্চ সুপার জায়ান্টরা।

নেইমারের চোটের দিনে ফ্রেঞ্চ লিগে অপরাজেয় যাত্রা থেমেছে পিএসজির। বোর্দোর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দ্য পারিসিয়ানদের। এর আগে টানা ১৩টি ম্যাচ জিতেছিল তারা। তাতে শতভাগ জয়ের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছিল থমাস টুখেলের শিষ্যরা। শেষ পর্যন্ত তা ব্যাহত হলো।
ম্যাচের ৫৫ মিনিটে চোটে পড়েন নেইমার। এর আগে একটি গোলও করেন তিনি। কোচ টুখেল বলেন, কিছুদিন আগে ক্যামেরুনের বিপক্ষে যে চোট পেয়েছিল সে, এটির ধরনও সেরকম। আশা করছি, স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে পারবে ও।

আসছে বুধবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ রয়েছে পিএসজির। তবে এর আগে নেইমারের ইনজুরি নিয়ে কোনো ধারণা নেই দলীয় অধিনায়ক থিয়াগো সিলভার। তিনি বললেন, সে কেমন চোটে পড়েছে আমরা জানি না। তবে আসন্ন লড়াইয়ে থাকতে চাইবে ও। যদি খেলতে না পারে, তাহলে জানতে হবে ওর কিছু হয়েছে। এখন পর্যন্ত মেডিকেল পরীক্ষার ফল আমাদের হাতে আসেনি।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন নেইমার। লিগ ওয়ানের ৩২ ম্যাচে করেছেন ৩০ গোল। সামনে চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আছে পিএসজির। সেই লড়াইয়ে দলের প্রাণভোমরাকে নিশ্চয়ই মনেপ্রাণেই চাইবেন কোচ।
গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষের ম্যাচে দিয়ে মাঠে ফিরেছিলেন। ২-১ এ জয় পাওয়া ওই ম্যাচে গোল দেয়া ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২৬ বছর বয়সী এই তারকা।
ম্যাচের পর নেইমার বলেছিলেন, আমি শত ভাগ ফিট নই। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ তাই খেললাম।

Exit mobile version