Site icon ঢাকা বুলেটিন

নেইমার বার্সায় এলে অনেক খুশি হতাম: মেসি

Messi-Neymar-Barsa

সম্প্রতি বার্সেলোনার এক কাগজে সাক্ষাৎকার দিতে গিয়ে মেসি বলেছেন, ‘নেইমার যদি ফিরত, তাহলে সত্যি আমি দারুণ উৎসাহিত হতাম।’ পাশাপাশি তিনি বলেছেন, ‘জানি, এটা সব সময় সম্ভব নয়। অনেক কিছু ব্যাপার রয়েছে। এটাও মানতে হবে, যে অবস্থায় নেইমার বার্সেলোনা পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সেই সময়টা কঠিন ছিল।’ প্যারিসের মেয়র আনে হিদালগো টুইট করেছেন, ‘প্যারিস নেইমারকে ভুলছে না। নেইমারের উচিত এ বার প্যারিসের জন্য কিছু করা। আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিততে ইচ্ছে করে।’ বিদ্রুপটা পরিষ্কার। নেইমারের মন নাকি পড়ে বার্সেলোনাতে। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে নেইমারের উপরে।

সে দিনের কথা ভুলে মেসির মন্তব্য, ‘আমি খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না। নেইমার থাকলে আমরা আরও কিছু করতে পারব। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে নেইমার অন্যতম। সে দিক থেকেই নেইমারকে আমাদের দরকার ছিল।’ নেইমারের ক্লাব ছাড়তে না পারার পেছনে একটি বিশেষ কারণকে দায়ী করেছেন নেইমারের বাবা। নেইমার সিনিয়র বলেছেন, তাঁর ছেলের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তিতে কোনো রিলিজ ক্লজের উল্লেখ না থাকাটাই কাল হয়েছে। এ কারণেই বার্সেলোনায় ফিরতে পারেননি নেইমার। এডিনবার্গ স্পোর্টস কনফারেন্সে গিয়ে এটাই জানিয়েছেন নেইমার সিনিয়র, ‘আমরা অনেক লড়াই করেছি ওকে পিএসজি থেকে বের করে নিয়ে আসার জন্য। পারিনি। এজেন্ট হিসেবে ব্যাপারটা অনেক পীড়াদায়ক, যখন আপনার মক্কেলের চুক্তিতে এমন কোনো শর্ত (রিলিজ ক্লজ) না থাকে, যা তাঁকে ক্লাব ছাড়তে সাহায্য করে। পিএসজি ওর চুক্তিতে কোনো রিলিজ ক্লজ রাখেনি। তাই ও পিএসজি ছাড়তে পারেনি।’

Exit mobile version