
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২, সাধারণত নেইমার নামে পরিচিত । নেইমার একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাঁকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। তিনি ৯৮ ম্যাচে ৬১ গোল করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তৃতীয় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের সামনে আছেন শুধু রোনালদো (৬২) ও পেলে (৭৭)।
|
ব্রাজিলের হয়ে প্রতিপক্ষ দেশ অনুযায়ী গোলের সংখ্যা |
|
|
প্রতিপক্ষ দেশ |
গোল সংখ্যা |
|
জাপান |
৮ |
|
মার্কিন যুক্তরাষ্ট্র |
৫ |
|
কলম্বিয়া |
৪ |
|
আর্জেন্টিনা |
৩ |
|
বলিভিয়া |
৩ |
|
গণচীন |
৩ |
|
ক্রোয়েশিয়া |
৩ |
|
ইকুয়েডর |
৩ |
|
দক্ষিণ আফ্রিকা |
৩ |
|
ক্যামেরুন |
২ |
|
স্কটল্যান্ড |
২ |
|
তুরস্ক |
২ |
|
উরুগুয়ে |
২ |
|
অস্ট্রিয়া |
১ |
|
অস্ট্রেলিয়া |
১ |
|
চিলি |
১ |
|
এল সালভাদোর |
১ |
|
কোস্টা রিকা |
২ |
|
ফ্রান্স |
১ |
|
জার্মানি |
১ |
|
ইরাক |
১ |
|
ইতালি |
১ |
|
মেক্সিকো |
২ |
|
পানামা |
১ |
|
প্যারাগুয়ে |
১ |
|
পেরু |
১ |
|
পর্তুগাল |
১ |
|
দক্ষিণ কোরিয়া |
১ |
|
স্পেন |
১ |
|
সর্বমোট ৯৮ ম্যাচ |
৬১ গোল |