Site icon ঢাকা বুলেটিন

দেখে নিন নেইমারকে পিছনে ফেলে কিভাবে ইউরোপ সেরা রবার্তো ফিরমিনো!

নেইমারকে পিছনে ফেলে ইউরোপ সেরা

বিশ্বের অন্যতম সেরা ও ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারকে পিছেনে ফেলে তারই দেশী রবার্তো ফিরমিনো হয়ে গেলেন ইউরোপের সেরা ব্রাজিলীয় ফুটবলারের পুরস্কার। রবার্তো ফিরমিনো কিছুদিন আগেই আর্সেনালের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও লিভারপুলের হয়ে একমাত্র গোলটি রবার্তো ফিরমিনো করেছিলেন।সেই খেলায় দলের হারের খবরে মন খারাপ থাকলেও ব্যক্তিগত পুরস্কারে মন ভালো হয়ে যেতে পারে রবার্তো ফিরমিনোর।

ব্রাজিলের জাতীয় দলের সতীর্থ নেইমার ও মার্সেলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ইউরোপের সেরা ব্রাজিলীয় ফুটবলারের পুরস্কার ‘সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছেন লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

আসুন দেখা যাক কে কত ভোট পেয়েছিলেন:
১। রবার্তো ফিরমিনো মোট ২১.৭৯ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন।
২। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ভোট পেয়েছেন ২০.৫১ শতাংশ।
৩। পিএসজির হয়ে খেলা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার হয়েছেন তৃতীয়। তার পক্ষে ভোট পড়েছে ১৮.৬৭ শতাংশ।

সাংবাদিক ও ইন্টারনেট ব্যবহারকারী মোট এক লাখ ২৩ হাজার ভোটারের ভোটে নির্বাচন করা হয়েছে ইউরোপের সেরা ব্রাজিলীয় ফুটবলার। লিভারপুলের দ্বিতীয় ব্রাজিলীয় ফুটবলার হিসেবে এ খেতাব জিতলেন ফিরমিনো। ২০১৬ সালে প্রথম ফুটবলার হিসেবে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জেতেন বর্তমানে বার্সেলোনায় খেলা ফিলিপে কুতিনহো।

Exit mobile version