Site icon ঢাকা বুলেটিন

নেইমারকে পেতে ডেম্বেলে-কৌতিনহোর পাশাপাশি ৪০ মিলিয়ন দেয়ার প্রস্তাব বার্সেলোনার

neymar-stylish-footballer

নেইমার বার্সেলোনায় ফিরবেন এমন গুঞ্জনই জোরাল। তবে পিএসজি কর্তৃপক্ষ স্পষ্টই জানিয়েছে, এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো প্রস্তাব পায়নি তারা কাতালান ক্লাবটি থেকে। নতুন মৌসুমে নেইমার কোন ক্লাবের জার্সি জড়িয়ে মাঠে নামেন, সেটাই এখন দেখার পালা। প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক টুটে গেছে একরকম। তবে তা আনুষ্ঠানিক চেহারা নিতে জল যে আরো বহুদূর গড়াবে তা নিশ্চিত। নেইমার যে পিএসজি ছাড়তে চান সেটাও এখন প্রকাশ্য।

নতুন খবর, বার্সেলোনা তাকে পেতে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফিলিপে কৌতিহনহো এবং উসমান ডেম্বেলেকে দিতে চায়। শুধু দুই খেলোয়াড়ই নয়, সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোও দিতে রাজি কাতালানরা।

পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দো এর আগে বলেছিলেন, উপযুক্ত দাম পেলে নেইমারকে বিক্রি করতে অসুবিধা নেই পিএসজির। তবে বার্সেলোনা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি ফরাসি ক্লাবটিকে। অন্যদিকে ২২২ মিলিয়ন ইউরো থেকে এক ধাপে ১৫০ মিলিয়ন ইউরোতে নেইমারের দাম নামিয়ে এসেছে পিএসজি। বার্সেলোনার পক্ষে এই মুহূর্তে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনা সম্ভব হয়। কারণ রিলিজ ক্লজের ১৩০ মিলিয়ন ইউরো দিয়ে তারা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সদ্যই ভাগিয়ে এনেছে বিশ্বকাপজয়ী আঁতোয়ান গ্রিজমানকে। বার্সার এই মুহূর্তে নামীদামি কিছু তারকা বিক্রি করে দেওয়া খুব জরুরি। 
সম্প্রতি নেইমার নানা সমস্যায় জর্জরিত। প্রথমে ধর্ষণের মামলা। তারপর চোটের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়া। তারপর পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফেরার ইচ্ছে প্রকাশ করা এবং প্যারিসে টমাস টুখেলের প্রি-সিজন অনুশীলনে যোগ না দেয়ায় তাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কে নতুন হাওয়া লাগায় নেইমারের নতুন একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, বার্সেলোনার জার্সি গায়ে অনুশীলন করছেন নেইমার। সেই ভিডিওতে বলছেন, ‘বার্সেলোনার জার্সি গায়ে আমার সেরা ম্যাচ পিএসজির বিরুদ্ধে। যে ম্যাচে বার্সেলোনা ৬-১ জিতেছিল।’

Exit mobile version