Site icon ঢাকা বুলেটিন

ইন্দোনেশিয়ার UNS স্কলারশিপ ২০২৬ | অনার্স, মাস্টার্স ও পিএইচডি সুযোগ

ইন্দোনেশিয়ার UNS স্কলারশিপ ২০২৬ | অনার্স, মাস্টার্স ও পিএইচডি সুযোগ

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস সেবেলাস মারেটে (UNS) ফুল ও পার্শিয়াল স্কলারশিপে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সুযোগ

ইন্দোনেশিয়ায় বৃত্তিতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ 

ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য, কিন্তু শুধু পর্যটন নয়—উচ্চশিক্ষার জন্যও দেশটি বিশ্বজুড়ে পরিচিত। প্রতিবছর ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ দেয়। এবার ইউনিভার্সিটাস সেবেলাস মারেট (Universitas Sebelas Maret – UNS) ২০২৬ সালের আগস্ট সেশনের জন্য ফুল (Full) ও পার্শিয়াল (Partial) স্কলারশিপ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনার্স, মাস্টার্স এবং পিএইচডি—তিনটি পর্যায়েই আবেদন করতে পারবেন। বৃত্তির পাশাপাশি নিজ খরচেও পড়াশোনার সুযোগ রয়েছে। তবে মেডিকেল অনুষদে আসন সংখ্যা সীমিত।

আবেদন ও সেশন সংক্রান্ত তথ্য

বৃত্তির ধরন ও সুবিধা

পূর্ণ বৃত্তি (Full Scholarship)

আংশিক বৃত্তি (Partial Scholarship)

আবেদনের যোগ্যতা

প্রয়োজনীয় ডকুমেন্ট

বৃত্তির মেয়াদ

     ন্যূনতম GPA:

আবেদন করার ধাপ

  1. Letter of Offer ডাউনলোড করুন

  2. কোর্স তালিকা দেখুন

  3. নিজ দেশের ইন্দোনেশিয়ান দূতাবাস বা কনস্যুলেট থেকে সুপারিশপত্র নিন

  4. অনলাইনে আবেদন সম্পন্ন করুন

বিস্তারিত তথ্য

আবেদনের নিয়ম, ফরম্যাট লিংক ও অতিরিক্ত তথ্যের জন্য UNS-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Exit mobile version