Site icon ঢাকা বুলেটিন

কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ ২০২৫

কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ ২০২৫ – যুক্তরাজ্যে পেশাগত উন্নয়নের দুর্দান্ত সুযোগ!

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (CSC), যুক্তরাজ্য ২০২৫ সালের কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে। এই ফেলোশিপটি কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশের মধ্য-ক্যারিয়ারের পেশাজীবীদের জন্য, যারা যুক্তরাজ্যে স্বল্পমেয়াদি পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ খুঁজছেন।

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৫ (বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত)

ফেলোশিপের মূল উদ্দেশ্য

এই ফেলোশিপের লক্ষ্য হলো মধ্য-ক্যারিয়ারে থাকা পেশাজীবীদের তাঁদের নিজ নিজ ক্ষেত্রের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধির মাধ্যমে নিজ দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তোলা। ফেলোরা যুক্তরাজ্যের বিভিন্ন হোস্ট প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নের উদ্দেশ্যে নির্ধারিত সময় অতিবাহিত করবেন।

কারা আবেদন করতে পারবেন?

ফেলোশিপের থিমসমূহ

এই ফেলোশিপের আওতায় প্রোগ্রামগুলো নিচের ৬টি উন্নয়ন থিমের আওতায় পরিচালিত হয়:

  1. বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ
  2. স্বাস্থ্য ব্যবস্থা ও সক্ষমতা উন্নয়ন
  3. উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন
  4. শান্তি, নিরাপত্তা ও সুশাসন
  5. দুর্যোগ মোকাবিলা ও স্থিতিস্থাপকতা
  6. সমতা, অন্তর্ভুক্তি ও সুযোগ সৃষ্টি

আর্থিক সুবিধাসমূহ

CSC এর এই ফেলোশিপে অংশগ্রহণকারীরা পাবেন অত্যন্ত আকর্ষণীয় সুবিধা, যার মধ্যে রয়েছে:

(বিনিময় হার অনুযায়ী টাকার পরিমাণ পরিবর্তিত হতে পারে)

আবেদনপদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের CSC-এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। আবেদন করার আগে আপনার নির্বাচিত হোস্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘুরে নিন এবং নির্ধারিত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে নিশ্চিত হন।

এখানে ক্লিক করে বিস্তারিত আবেদন প্রক্রিয়া দেখুন (আপনার সাইটে আবেদন লিংক যুক্ত করুন)

Exit mobile version