Site icon ঢাকা বুলেটিন

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলছে এডমিশন কার্নিভাল

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলছে এডমিশন কার্নিভাল

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলছে “এডমিশন কার্নিভাল”!

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (GUB) এই গ্রীষ্মে আয়োজন করেছে বিশেষ Admission Carnival, যেখানে শিক্ষার্থীরা  আগামী ১০ আগষ্ট পর্যন্ত পাবেন বিশেষ ছাড়, ক্যারিয়ার গাইডলাইন, এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষার দিকনির্দেশনা—সব কিছু একসাথে। এ সময়ে নিয়মিত ওয়েভারের পাশাপাশি বেশ কয়েকটি ক্যাটাগরিতে অতিরিক্ত ওয়েভার পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এর মধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ওয়েভার। এছাড়াও প্রোগ্রামভেদে রয়েছে সর্বোচ্চ ১৫% বা ৮০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ওয়েভার।
নারী শিক্ষার্থী কিংবা গ্রুপভিত্তিক (৩ জন) ভর্তি হলেও সর্বোচ্চ ২৭০০০.০০ টাকা পর্যন্ত টিউশন ফি ওয়েভার সুবিধা পাবেন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা। 

কার্ণিভাল উপলক্ষে বিশেষ ওয়েভার সুবিধা:

অফারকৃত প্রোগ্রামসমূহ:

ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

ফ্যাকাল্টি অব বিজনেস

ফ্যাকাল্টি অব আইন

ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স

কেন গ্রিন ইউনিভার্সিটি?

জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি:

GUB ২০২৫ সালের Times Higher Education Impact Rankings-এ বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

অভিজ্ঞ ও মানসম্মত শিক্ষক দল:

উন্নত ল্যাব ও রিসার্চ সুযোগ:

সমৃদ্ধ লাইব্রেরি ও ডিজিটাল রিসোর্স:

পরিবহন ও আবাসন সুবিধা:

লাইফ অ্যান্ড ক্যারিয়ার:

স্থায়ী ক্যাম্পাস:

 

ভর্তি অফিসে সরাসরি যোগাযোগ:

স্থায়ী ক্যাম্পাস:

Green University of Bangladesh

Purbachal American City, Kanchan, Dhaka

সিটি ইনফরমেশন সেন্টার:

Shewrapara, Mirpur, Dhaka

যোগাযোগ নম্বর:

০১৩২৪৭১৩৫০২, ০১৩২৪৭১৩৫০৩, ০১৩২৪৭১৩৫০৪

০১৩২৪৭১৩৫০৬, ০১৩২৪৭১৩৫০৭, ০১৩২৪৭১৩৫০৮

Exit mobile version