Site icon ঢাকা বুলেটিন

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

ভর্তি পরীক্ষা: ৮ ও ৯ আগস্ট | আবেদন শুরু: ২৯ জুলাই ২০২৫

ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে। আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদন যোগ্যতা

১. বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন):

২. ব্যবসায় শিক্ষা বিভাগ (বাংলা ভার্সন):

৩. মানবিক বিভাগ (বাংলা ভার্সন):

সম্ভাব্য আসনসংখ্যা

অনলাইন আবেদন পদ্ধতি

আবেদনের লিংক:

www.sjs.edu.bd

www.sjsadmission.info

আবেদন প্রক্রিয়া:

  1. এসএসসি প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী আবেদন ফরম পূরণ করুন।

  2. ভর্তি ফি ৪০০ টাকা bKash, Nagad, Rocket, Visa/Master Card, Nexus বা MTBL–এর মাধ্যমে প্রদান করুন।

  3. প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করুন।

  4. ভুল তথ্য বা একাধিক আবেদন করলে আবেদন বাতিল হবে।

লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা

পরীক্ষার তারিখ:

পরীক্ষার বিষয়সমূহ:

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কলেজে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার দিন সঙ্গে যা আনতে হবে:

ফলাফল ও মেধাতালিকা

ভর্তি পরীক্ষার মেধাতালিকা, অপেক্ষমাণ তালিকা ও অন্যান্য আপডেট নিচের মাধ্যমে প্রকাশ করা হবে:

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন:

www.sjs.edu.bd

বিভাগ পরিবর্তনের শর্ত

আগের বিভাগ ভর্তির জন্য আবেদন বিভাগ ন্যূনতম GPA
বিজ্ঞান → ব্যবসায় শিক্ষা বাংলা মাধ্যমে ৪.০০
বিজ্ঞান → মানবিক ইংরেজি মাধ্যমে ৪.০০
ব্যবসায় শিক্ষা → মানবিক বাংলা মাধ্যমে ৩.৫০
Exit mobile version